১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন–সংগ্রামের সামনের সারির যোদ্ধা, আদাবর থানা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-সভাপতি জে এইচ সাদ্দামকে ফেসবুকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে মোঃ রকি নামের এক যুবক। অভিযোগ অনুযায়ী, রকি দেউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুলের ভাতিজা।
সাদ্দাম জানান,
“হুমকি দেওয়ার আগে আমি তাকে চিনতামই না। পরে জানাতে পারি সে দেউলা ইউনিয়ন আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান বাবুলের ভাতিজা রকি। ফেসবুকে পোস্ট দিয়ে আমাকে গুলি করে হত্যার সরাসরি হুমকি দিয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই হুমকির পোস্টটি ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন প্রকাশ্য হুমকি শুধু বেআইনি নয়, বরং একটি ভীতিকর প্রবণতার ইঙ্গিত।
সাদ্দাম আরও জানান, দীর্ঘদিন আন্দোলন–সংগ্রামে সামনের সারিতে থাকার কারণে বিভিন্ন মহল তাকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে। কিন্তু এবার ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলেছে।
হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল নেতারা অবিলম্বে অভিযুক্ত রকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। স্থানীয়রা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের ভয় দেখিয়ে কাউকে হুমকি দেওয়া স্পষ্টভাবে সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।
সাদ্দাম আরো বলেন আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান বাবুল স্বৈরাচার শেখ হাসিনার সময়ে আমি ইউনিয়ন অফিসে ভোটার হতে গেলে আমাকে ভোটার না করা নির্দেশ দেয়।
ছাত্রনেতা সাদ্দাম দৈনিক আলোর পাতাকে জানান এ বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
